ক্ষেতুপাড়া ইউনিয়নে ২০১৫-২০১৬অর্থ বছরে লোকাল গর্ভন্যান্স সার্পোট প্রজেক্ট-২ (এলজিএসপি-২) এর আওতায় মানব সম্পদ উন্নয়ন, শিক্ষা ও কৃষি উপকরণ (সেলাই মেশিন, স্কুল ব্যাগ ও স্প্রে মেশিন) বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: শফিকুল ইসলাম স্যারের সভাপতিত্ব বিতরণ করেন জনাব মো: আকতার হোসেন আজাদ স্যার উপপরিচালক (উপসচিব), পাবনা, জনাব মুহা: মোখলেছুর রহমান, উপজেলা চেয়ারম্যান, সাঁথিয়া,পাবনা, জনাব মো: মনোয়ার হোসেন, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর, এলজিএসপি-২, পাবনা, অত্র ইউ,পি চেয়ারম্যান জনাব মো: মুনসুর আলম, ইউ,পি সদস্য, ইউ,পি সচিব, সাংবাদিক বৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্কুলের ছোট ছোট ছাত্র ছাত্রীরা, মানব সম্পদে সেলাই মেশিন, প্রান্তীক কৃষকসহ সুবিধাভোগীরা অনেক খুশি । উন্নয়নে একধাপ এগিয়ে রইল ক্ষেতুপাড়া ইউনিয়ন বাসী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS